17/11/2024
স্বেচ্ছাসেবী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সেবামূলক এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম করতে পারা অনেক অনন্দের। সেবামূলক কার্যক্রমের মধ্যে সব সময় ভালোলাগা খুঁজে পাওয়া যায়।
পবিত্র রমজান মাসের শুরুতে ভালো কাজ করার লক্ষে ৫ টি লক্ষ নিয়ে আমাদের আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF) " অসহায় মানুষদের করব আপন, করবো তাদের স্বপ্ন পূরণ" স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।
আমাদের সামর্থ্য অনুযায়ী সবার সম্মতিক্রমে ছোট ছোট কিছু কার্যক্রম করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু জানতাম না ভালো কাজ করার লক্ষ্য স্থির করার পরে মহান আল্লাহতালা সে কাজটা সফল এবং এতটা সহজ করে দিবে।
আমাদের প্রথম কার্যক্রম ছিল-
"মানুষের মুখে হাসি" ( যার লক্ষ্য অসহায় অথবা অসুস্থ ব্যক্তিকে খুঁজে বের করে তাকে তার প্রয়োজন অনুযায়ী সাহায্য করা অথবা তাকে রমজান মাসের বাজার এবং ঈদ সামগ্রী উপহার দেওয়া)
আমাদের দ্বিতীয় কার্যক্রম ছিল- (যার লক্ষ
কোরআনে পাখি অথবা এতিম বাচ্চাদের ও সুবিধাবঞ্চিত শিশু এবং অসহায় মানুষদের ইফতার করানো)
আমাদের তৃতীয় কার্যক্রম ছিল- (যার লক্ষ
" ইচ্ছে পূরণ" ( সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা কাপড় উপহার দেওয়া)
আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতায় পবিত্র রমজান মাসে (ASF) এর পরিকল্পিত লক্ষ্য, সামর্থ্য অনুযায়ী সম্পন্ন করতে পেরেছি। মহান আল্লাহতালার কাছে শুকরিয়া এবং ধন্যবাদ (ASF) পরিবারের সকল সদস্যদের।
সবাই দোয়া রাখবেন ভালো কিছু করার লক্ষ্যে আমাদের কার্যক্রম যেন অব্যাহত থাকে, ইনশাআল্লাহ