সমাজ সচেতন, দায়িত্বশীল এবং উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা গুরুত্ব অপরিসীম। আপন
সোশ্যাল ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের অধিকার, দায়িত্ব, নিরাপত্তা, সামাজিক সমস্যা,
স্বাস্থ্য, পরিবেশ, বাল্যবিবাহ এবং শিক্ষা সম্পর্কিত বিষয়ে মানুষকে সচেতন করার মাধ্যমে জীবনমান
উন্নয়ন ও সামাজিক উন্নয়ে ভূমিকা রাখা।
জনসচেতনতামূলক কর্মসূচি ও বাস্তবায়নের পরিকল্পনা :
নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সচেতনতার পদক্ষেপগুলো হলো:
নিরাপদ সড়ক ;
১. ড্রাইভার ও পথচারীদের মাঝের সচেতনতা বাড়ানো : সড়কে চলাচলকারী সকল ড্রাইভার, পথচারী, এবং
যানবাহন চালকদের সঠিকভাবে নিয়ম মেনে চলাচলের বিষয়ে সচেতন করা । এতে ট্রাফিক নিয়ম, গতি
নিয়ন্ত্রণ, এবং জরুরি পরিস্থিতিতে কি করণীয় সেই বিষয়ে সম্পর্কে ধারণা দেওয়া।
২. ট্রাফিক নিয়মকানুন প্রচার : মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিজ্ঞাপনের মাধ্যমে ট্রাফিক
আইন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যেমন, নিরাপত্তা বেল্ট পরিধান, হেলমেট ব্যবহার,
নির্দিষ্ট গতি অনুসরণ ইত্যাদি।
৩. স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম: শিশুদের ছোটবেলা থেকেই নিরাপদ সড়ক ব্যবহারের
গুরুত্ব শেখাতে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা সম্পর্কিত কর্মশালা, সেমিনার, এবং আলোচনা
সভা করা।
৪. আলোচনা সভা ও প্রচারণা : সর্বস্তরে মানুষের নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতার জন্য বিভিন্ন সরকারি ও
বেসরকারি সংস্থার সমন্বয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও প্রচারণা চালানোর মাধ্যমে জনগণের
মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
২. বাল্যবিবাহ : বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা তৈরি করা। কারণ বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের জন্য
শারীরিক, মানসিক এবং সামাজিক সমস্যার কারণ হতে পারে এর পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ হ্রাস করে,
স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলি সীমাবদ্ধ করে দেয়।
সচেতনতার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বাল্যবিবাহিত সম্পর্কিত আইন, শিশুদের শৈশব,
পড়াশোনা, এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষতিকর বিষয় সমূহ সম্পর্কে সচেতন করা।
৩. স্বাস্থ্য সচেতনতা: স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা যেমন পরিচ্ছন্নতা, পুষ্টি, রোগ প্রতিরোধ এবং
সঠিক চিকিৎসার উপর গুরুত্ব দিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য
এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা মানুষকে সুস্থ জীবনের পথে পরিচালিত করে।
৪. শিক্ষা সম্পর্কে সচেতনতা: শিক্ষা সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া
জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের স্কুলে ভর্তি, শিক্ষার গুরুত্ব এবং নারী শিক্ষার
প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা।
৫. পরিবেশ সুরক্ষা: জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, এবং পুনঃব্যবহারযোগ্য পণ্যের
ব্যবহার নিয়ে জনসচেতনতা করার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা।
৬. দুর্যোগ ব্যবস্থাপনা: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়
সচেতনতা বাড়ানোর জন্য কর্মসূচি গ্রহণ করা। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির সময় কীভাবে
প্রস্তুতি নেওয়া উচিত এবং কীভাবে নিরাপদ থাকা যায়, তা নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন
রক্ষায় সহায়ক ভূমিকা রাখা।
১.কার্যকরী পদক্ষেপ: সচেতনামূলক ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, রেডিও, পত্রিকা, এবং
পোস্টার দেওরের মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া।
২.কর্মশালা ও সেমিনার: শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার এবং স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে
কর্মশালা ও সেমিনারের আয়োজন করা।
৩.র্যালি ও শোভাযাত্রা : জনসচেতনতা বৃদ্ধির জন্য র্যালি ও শোভাযাত্রা আয়োজন করে বিভিন্ন বিষয়
সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ানো।
জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন এবং দেশের উন্নয়নে
ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।
To develop responsible, aware, and progressive citizens, public awareness is essential. Apan
Social Foundation aims to improve the quality of life and contribute to social progress by
raising awareness about rights, responsibilities, security, social issues, health, environment,
child marriage, and education through various initiatives.
Public Awareness Programs and Implementation Plans:
Ensuring Safe Roads: Awareness Measures:
1. Increasing Awareness Among Drivers and Pedestrians: Educate drivers, pedestrians, and vehicle
operators on the importance of following traffic rules. This includes understanding traffic
regulations, speed control, and emergency protocols.
2. Promoting Traffic Rules: Spread awareness of traffic laws through media, social media, and
advertisements. Key messages can include the importance of wearing seat belts, using helmets,
and following designated speed limits.
3. Awareness Activities in Schools and Educational Institutions: Conduct workshops, seminars,
and discussions in schools to teach children the importance of road safety from an early age.
4. Discussion Sessions and Campaigns: Conduct road safety awareness sessions and campaigns in
collaboration with government and private organizations to enhance awareness across all levels
of society.
Child Marriage: Raising awareness about the dangers of child marriage, which can lead to
physical, mental, and social issues for young people. Child marriage reduces their educational
opportunities, increases health risks, and limits their future potential. Awareness efforts will
focus on educating the public about the laws related to child marriage and the harms of
depriving children of education, personal development, and a stable childhood.
Health Awareness: Health-related awareness programs emphasizing cleanliness, nutrition, disease
prevention, and appropriate healthcare. A special focus will be on maternal and child health and
primary healthcare, guiding people toward a healthier lifestyle.
Educational Awareness: Education awareness programs are crucial for disadvantaged and
marginalized communities. Campaigns will focus on enrolling children in schools, understanding
the importance of education, and the need for women's education.
Environmental Protection: Public awareness about climate change, tree plantation, waste
management, and the use of reusable products to contribute to environmental conservation.
Disaster Management: Awareness programs to enhance preparedness for natural disasters. Education
on how to prepare and stay safe during earthquakes, floods, cyclones, etc., can play a crucial
role in saving lives.
1. Effective Measures: Spread awareness messages through campaigns on social media, television,
radio, newspapers, and posters.
2. Workshops and Seminars: Organize workshops and seminars in educational institutions,
community centers, and local organizations.
3. Rallies and Processions: Organize rallies and processions to increase public interest and
awareness on various issues.
Our goal is to create positive change at every level of society and contribute to the
development of the country through these public awareness programs.