04/01/2025
আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৪ জানুয়ারি ২০২৫, লতিফপুর সংস্থার কার্যালয়ে আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষ ও ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষক ড. আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম, নির্বাহী পরিচালক আসলাম হোসাইন, স্বাস্থ্য পরিচালক নাঈম মোর্শেদ, দপ্তর সম্পাদক আব্দুর রউফ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসাইন, প্রাইমারি সহকারী শিক্ষক আহসান কবির জিতু, বেতগাড়ী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদস্য আবু মুসা মুন্না, সদস্য আবু বক্কর, সদস্য নূরসালাম, সদস্য নূর আলম, সদস্য ফিরোজ আহমেদ রবিন, সদস্য সাগর হোসেন, সদস্য রিয়াদ হাসান ও শাহরিয়ার জীম।
অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী পরিচালক আসলাম হোসাইন বলেন, আপন সোশ্যাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে আসছে। আমাদের বিশ্বাস, ছোট ছোট মানবিক উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। এরই ধারাবাহিকতায় আমরা বগুড়ার জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এ উদ্যোগের মাধ্যমে সমাজে কিছুটা হলেও উষ্ণতা ও সহানুভূতির ছোঁয়া দিতে পেরে আমরা গর্বিত।