Ongoing Project

স্বাবলম্বী কর্মসূচি

স্বাবলম্বী কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং স্থায়ীভাবে স্বাবলম্বী করতে সমাজে পিছিয়ে পড়া আর্থিকভাবে অসচ্ছল অসহায় নারী-পুরুষকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা করার মাধ্যমে ভূমিকা রাখা। এর পাশাপাশি সততা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যোগ্য নাগরিক এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। স্বাবলম্বীকরণ ও বাস্তবায়ন : ১. প্রয়োজন মূল্যায়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, সমাজে অসহায় নারী-পুরুষকে কোন ধরনের সহযোগিতা এবং প্রশিক্ষণ সবচেয়ে বেশি প্রয়োজন তা চিহ্নিত করা। নিম্ন আয়ের মানুষদের সমস্যা ও তাদের সক্ষমতা সম্পর্কে একটি জরিপ করা, যা থেকে জানা যাবে তাদের সঠিক চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতা।